প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৪, ১১:৫৫ এএম
মহান বিজয় দিবস উপলক্ষ্যে স্বপ্নদ্বীপ রিসোর্টের আয়োজনে পাবনার ঈশ্বরদীতে দ্বিতীয়বারের মতো শুরু হলো চারদিনব্যাপী উদ্যোক্তা মেলা।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে রিসোর্টের অভ্যন্তরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করা হয়।
খায়রুল গ্রুপের স্বত্বাধিকারী আলহাজ খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন, স্বপ্নদ্বীপ রিসোর্টের চেয়ারম্যান সাইদুল ইসলাম মান্না সরদার, সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বপন কুমার কুন্ডু, বৈষম্যবিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক ববি সরদার, সাবেক ছাত্রনেতা হাফিজুল ইসলাম মুকুল, কাশেম প্রামানিক সহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বজন সমাবেশ ঈশ্বরদী শাখার সভাপতি আফসার আলী।
মেলায় ২২টি স্টলের মাধ্যমে উদ্যোক্তারা নিজেদের তৈরি খাবার ও বাহারি পণ্য সামগ্রী বিক্রি এবং প্রদর্শন করছেন। বিজয় দিবস ও মেলা উপলক্ষ্যে রিসোর্টের প্রবেশ মূল্য (১৩-১৬ ডিসেম্বর পর্যন্ত) ৫০ টাকা করা হয়েছে। উদ্যোক্তা মেলা শেষ হবে ১৬ ডিসেম্বর।