• ঢাকা শুক্রবার
    ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

ঈদের বন্ধের পর চালুর প্রথম দিনেই বাংলাবান্ধা দিয়ে নেপাল গেল আরও ২৫২ মেট্রিক টন আলু

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৫, ০৯:৫২ পিএম

ঈদের বন্ধের পর চালুর প্রথম দিনেই বাংলাবান্ধা দিয়ে নেপাল গেল আরও ২৫২ মেট্রিক টন আলু

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপাল গেল আরও ২৫২ মেট্রিক টন এস্টারিক্স আলু।

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে রোববার (৬ এপ্রিল) আলুগুলো রফতানি করে থিংকস টু সাপ্লাই, স্বাধীন এন্টার প্রাইজ। এ নিয়ে এ বন্দর দিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২ হাজার ৫৮৩ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে।

বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারিনটিন ইন্সপেক্টর উজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, থিংকস টু সাপ্লাই, স্বাধীন এন্টার প্রাইজ নামের দুইটি রফতানিকারক প্রতিষ্ঠান দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকা থেকে আলুগুলো সংগ্রহ করে নেপালে রফতানি করে। রফতানি করা আলুর মধ্যে থিংকস টু সাপ্লাই‍‍`য়ের ছিল সর্বমোট ১৪৭ মেট্রিক টন আলু ও স্বাধীন এন্টার প্রাইজের ছিল ১০৫ টন আলু। তিনি আরো জানান, রফতানি করা আলুগুলো বন্দর ইয়ার্ডে প্রবেশ করলে নতুনা সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষার পর দুপুরে নেপালে পাঠানোর ছাড়পত্র দেয়া হয়।
 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ