• ঢাকা শনিবার
    ১০ মে, ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়ায় একই স্থানে ফের ট্রেনের বগি লাইনচ্যুত

প্রকাশিত: মে ১০, ২০২৫, ০৯:৩৫ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় একই স্থানে ফের ট্রেনের বগি লাইনচ্যুত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের পুনিয়াউট এলাকায় কক্সবাজারগামী ‘কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। একই স্থানে শুক্রবার রাত সোয়া ১০টার দিকে লাইনচ্যুত হয় ঢাকাগামী মালবাহী ট্রেনের একটি কনটেইনার।

আজ শনিবার সকাল ৬টার দিকে ‘কক্সবাজার এক্সপ্রেসের’ শেষ বগির একটি চাকা লাইনচ্যুত হয়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের প্রবেশমুখে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি ধীরে এগোচ্ছিল। তখনই শেষ বগির একটি চাকা রেললাইন থেকে বিচ্যুত হয়ে পড়ে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।

এরআগে, শুক্রবার রাত সোয়া ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়া ষ্টেশন অতিক্রম করে পুনিয়াউট এলাকায় আসামাত্র চট্টগ্রাম থেকে ঢাকাগামী মালবাহী ট্রেনের মাঝ খানের একটি বগি বিকট শব্দে লাইনচ্যুত হয়ে পাশের ডাউন লাইনে ছিটকে পরে। এর পরই ঢাকার সাথে চট্টগ্রাম এবং সিলেটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী এবং রেলওয়ে স্টেশন মাস্টার, ব্রাহ্মণবাড়িয়া সদর থানা–পুলিশ ও জিআরপি পুলিশ সদস্যরা ঘটনা স্থলে ছুটে যান।

রেলস্টেশন মাস্টার জসিম উদ্দিন জানান, একই আউটার সিগন্যালে পরপর দুটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি চ্যুত হওয়া বগি রেখে যাত্রা শুরু করেছে। দুর্ঘটনাকবলিত বগিটি উদ্ধার করা হয়েছে।

আর্কাইভ