• ঢাকা রবিবার
    ১০ আগস্ট, ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সড়ক অবরোধ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

প্রকাশিত: আগস্ট ১০, ২০২৫, ০১:৫০ পিএম

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সড়ক অবরোধ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের হাটিকুমরুলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এতে ঢাকা-পাবনা, ঢাকা-রাজশাহী ও ঢাকা-বগুড়া মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

রোববার (১০ আগস্ট) সকাল থেকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতু পশ্চিম মহাসড়কের হাটিকুমরুল এলাকায় অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। এতে ঢাকা-উত্তরবঙ্গের যান চলাচল বন্ধ হয়ে দুপাশে যানজটের সৃষ্টি হয়। ফলে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

এদিকে, শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জামায়াতে ইসলামী ও শাহজাদপুর সচেতন নাগরিক ফোরাম কর্মসূচিতে অংশ নেয়।

শিক্ষার্থীদের দাবি, দীর্ঘ ৯ বছর পেরিয়ে গেলেও এখনো স্থায়ী ক্যাম্পাস নির্মাণ হয়নি। ফলে বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে।

এ সময় দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

তবে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. আব্দুর রউফ বলেন, আমরা বিষয়টি আগে থেকেই অবগত ছিলাম। শিক্ষার্থীরা ১০টা ৫৫ মিনিট থেকে অবরোধ শুরু করেন। আমরা শহর দিয়ে যানবাহন পার করছি। 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ