• ঢাকা বুধবার
    ০৬ আগস্ট, ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এখনও নিশ্চিত হয়নি: জামায়াতের নায়েবে আমির

প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫, ০৬:৪৮ পিএম

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এখনও নিশ্চিত হয়নি: জামায়াতের নায়েবে আমির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানালেও সব রাজনৈতিক দলের সাথে আলাপ-আলোচনা না করে সময়সীমা ঘোষণা করে প্রধান উপদেষ্টা ঐতিহ্য লঙ্ঘন করেছেন। এমন মত জামায়াতে ইসলামীর। ব্রিফিংয়ে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আমীর বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এখনও নিশ্চিত হয়নি।

বুধবার (৬ আগস্ট) নায়েবে আমির বলেন, জুলাই ঘোষণাপত্রে দেশের জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। বলেন, একটি অপূর্ণ ঘোষণাপত্র দিয়েছেন প্রধান উপদেষ্টা। এ ঘোষণাপত্র কখন-কীভাবে বাস্তবায়ন হবে তা অস্পষ্ট।

নির্বাচিত সরকারের কাছে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নে যে সিদ্ধান্ত, তা জনআকাঙ্ক্ষার পরিপন্থী বলেও জানান তিনি। বলেন, নির্বাচনের যে টাইমলাইন দেয়া হয়েছে, তা জুলাই সনদ অনুযায়ী হতে হবে।

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ