
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৫, ০৩:৪৭ পিএম
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম নাসির উদ্দিন জানিয়েছেন, নির্ধারিত তালিকায় না থাকায় এনসিপিকে (ন্যাশনাল কনজারভেটিভ পার্টি) তাদের পছন্দের ‘শাপলা’ প্রতীক বরাদ্দ দেওয়া সম্ভব হয়নি।
রোববার (১২ অক্টোবর) দুপুরে চট্টগ্রামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
সিইসি বলেন, “যে কোনো নিবন্ধিত রাজনৈতিক দলকে নির্বাচন কমিশনের নির্ধারিত প্রতীক তালিকা থেকেই একটি প্রতীক গ্রহণ করতে হয়। এনসিপির চাওয়া ‘শাপলা’ প্রতীকটি আমাদের তালিকায় নেই, তাই আমরা সেটি দিতে পারিনি।”
তিনি আরও জানান, প্রতীকের সংখ্যা বৃদ্ধি বা হ্রাস করার এখতিয়ার নির্বাচন কমিশনের রয়েছে। তবে শাপলা প্রতীক তালিকাভুক্ত করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।
এর আগে সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার অংশ নেন।
সভায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের প্রস্তুতি ও করণীয় নিয়ে আলোচনা হয়।