প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২১, ০৩:৩৯ এএম
                 
                            
              ২০২২
সালের জন্য সরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির লটারি আগামীকাল
বুধবার (১৫ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। এদিন বিকেল ৩টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক
মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এর উদ্বোধন করবেন। এছাড়া উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
মঙ্গলবার
(১৪ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য নিশ্চিত
করে জানান, উদ্বোধনের পর শিক্ষার্থী কোন প্রতিষ্ঠানে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে তা
প্রার্থীদের মোবাইল নম্বরে পৌঁছে যাবে।
উল্লেখ্য,
২০২২ শিক্ষাবর্ষে মহানগর ও জেলা পর্যায়ে সরকারি এবং বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম
থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তিতে অনলাইনে আবেদন নেয়া হয়।
মাধ্যমিক
ও উচ্চশিক্ষা অধিদফতর জানায়, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে আগামী ১০ ডিসেম্বর
রাত ১২টা পর্যন্ত আবেদন নেয়া হয়। আর বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে আগামী
১৬ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে।
সরকারি
মাধ্যমিক বিদ্যালয়ের ডিজিটাল লটারি আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। আর বেসরকারি মাধ্যমিক
বিদ্যালয়ের ডিজিটাল লটারি ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
এস/এএমকে/ডা