• ঢাকা মঙ্গলবার
    ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

রাবিপ্রবিতে ‘সি’ ইউনিটের গুচ্ছ পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত: মে ২৭, ২০২৩, ০৮:৫৯ পিএম

রাবিপ্রবিতে ‘সি’ ইউনিটের গুচ্ছ পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) গুচ্ছপদ্ধতিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ মে) দুপুর বারোটায় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর ১টায়। ভর্তি পরীক্ষার কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. সেলিনা আক্তার। এ সময় প্রো-ভিসি ড. কাঞ্চন চাকমাসহ শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ মোট তিনটি কেন্দ্রে ৩ হাজার ৮৮ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়। সুষ্ঠু ও সুন্দরভাবে উৎসবমুখর পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মোট তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্যে দুই ইউনিটের পরীক্ষা শেষ হয়েছে, ৩ জুন এ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শেষ হবে গুচ্ছ পরীক্ষা।


রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সেলিনা আক্তার বলেন, রাঙ্গামাটির সবার সহযোগিতায় গুচ্ছ পদ্ধতিতে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ করতে পেরেছি। আজও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ‘সি’ ইউনিটে ৩ হাজার ৮৮ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে। তিনটি ইউনিটে মোট ১৯ হাজার ৪৬৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করছে। আগামী ৩ জুন ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশাসনসহ সবার সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা।


এডিএস/

শিক্ষা সম্পর্কিত আরও

আর্কাইভ