• ঢাকা সোমবার
    ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

যেসব নির্দেশনা মানতে হচ্ছে স্কুল খোলার পর

প্রকাশিত: জুন ১১, ২০২৩, ০৬:০৪ পিএম

যেসব নির্দেশনা মানতে হচ্ছে  স্কুল খোলার পর

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তীব্র তাপপ্রবাহের কারণে বন্ধ হয়েছিল স্কুল। এই গরমে হিট স্ট্রোক করে দেশের কয়েকজায়গায় মৃত্যু হয়েছে শিক্ষার্থীদের। এরই পরিপ্রেক্ষিতে সারাদেশে বন্ধ রাখা হয় স্কুল।

৫ থেকে ৮ জুন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখা হয়। এরপর ৬ থেকে ৮ জুন পর্যন্ত ইবতেদায়ি মাদ্রাসায় পাঠদান বন্ধের ঘোষণা দেয়া হয়।

বন্ধ হওয়া সব স্কুলে আজ রোববার (১০ জুন) থেকে ক্লাস শুরু হয়েছে। মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার সব শ্রেণির ক্লাস চলতে থাকবে। পরিবেশ কিছুটা ঠান্ডা থাকলেও সব ধরনের ঝুঁকি এড়াতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ৬ দফা ‍নির্দেশনা দেয়া হয়েছে। 

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর মাউশি জানিয়েছে, আজ থেকে পাঠদান চালু হলেও সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ৬ দফা নির্দেশনা মেনে চলতে হবে।

যেসক নির্দেশনা মানতে বলা হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রাত্যহিক সমাবেশ স্থগিত এবং শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে রোদের মধ্যে খেলাধুলাসহ অন্যান্য কার্যক্রম থেকে বিরত থাকবে।

শিক্ষার্থীদের পর্যাপ্ত পানি পানের পরামর্শ দিতে হবে। শিক্ষার্থীরা প্রয়োজনে নিজ বাসা থেকে পর্যাপ্ত পানি সঙ্গে নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে আসবে।

শ্রেণিকক্ষে পর্যাপ্ত প্রাকৃতিক আলো-বাতাসের জন্য প্রতিষ্ঠানের সব জানালা ও দরজা সম্পূর্ণ খোলা রাখার ব্যবস্থা করতে হবে।

শ্রেণিকক্ষ, শিক্ষক মিলনায়তন ও কর্মচারীদের কক্ষে প্রয়োজনীয় বৈদ্যুতিক পাখা সক্রিয় রাখার ব্যবস্থা করতে হবে।

 

জেকেএস/

আর্কাইভ