• ঢাকা মঙ্গলবার
    ০৬ মে, ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

‘কোক স্টুডিও বাংলা’-এর প্রথম গান ‘নাসেক নাসেক’

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২২, ০৭:৫১ পিএম

‘কোক স্টুডিও বাংলা’-এর প্রথম গান ‘নাসেক নাসেক’

বিনোদন ডেস্ক

‘কোক স্টুডিও বাংলা’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল গত মাসে। এবার প্রকাশ পেল স্টুডিওর প্রথম গান। বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে হাজং সম্প্রদায়ের ভাষার গানের পাশাপাশি দেশের পরিচিত লোকসংগীত ‘দোল দোল দুলুনি’ গানটি প্রকাশ হয়। মূলত দুটি গান মিলিয়ে ফিউশনে একটি গান তৈরি করা হয়েছে। 

গানটি ‘কোক স্টুডিও বাংলা’-এর ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়। মুক্তির পরে গানটি শুনে শ্রোতা-দর্শকদের প্রশংসায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরে গানটির ভিডিও।  

‘নাসেক নাসেক’ শিরোনামে গানটিতে হাজং ভাষার অংশটি গেয়েছেন অনিমেষ রায় এবং ‘দোল দোল দুলুনি’ গানটি গেয়েছেন পান্থ কানাই। ‘নাসেক নাসেক’ গানের বিবরণে লেখা হয়েছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মাসে আমরা গর্বের সঙ্গে হাজং ভাষার পাশাপাশি সব আদিবাসীর ভাষার প্রতি সম্মান প্রদর্শন করছি।

‘নাসেক’ হাজং সম্প্রদায়ের ভাষার শব্দ। বাংলায় এর অর্থ ‘নাচো’। অনিমেষ রায় তার মাতৃভাষা অর্থাৎ হাজং ভাষায় লিখেছেন গানটি। আর আব্দুল লতিফের লেখা ‘দোল দোল দুলুনি’ গানটির মূলশিল্পী আব্দুল আলীম।

কোক স্টুডিও বাংলার সংগীত প্রযোজক শায়ান চৌধুরী অর্ণব গণমাধ্যমে বলেন, ‌‘আমাদের প্রথম গানটি সবার কাছে তুলে ধরতে পেরে আমরা রোমাঞ্চিত। এই গানটি করতে গিয়ে আমরা যেরকম উপভোগ করেছি। আশা করি, দর্শকরাও গানটি সেরকম উপভোগ করবেন। এটি কোক স্টুডিওর মাত্র শুরু। প্রথম সিজনের জন্য জনপ্রিয় শিল্পীর আরও গাওয়া চমৎকার গান অপেক্ষা করছে।’

এমএএম/এফএ
আর্কাইভ