• ঢাকা শনিবার
    ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

অসহায় রোগীকে রক্ত দিলেন মীর

প্রকাশিত: মে ৩১, ২০২১, ০৮:২৭ এএম

অসহায় রোগীকে রক্ত দিলেন মীর

বিনোদন ডেস্ক

ছোটবেলা থেকেই থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত দীপ হালদার নামের এক ব্যাক্তি। অভাবের সংসারে চিকিৎসার খরচ বহন করতে পারছিলেন না তার পরিবার। এ কারণে তাকে ছেড়ে চলে গেছে বাবা-মা। সোনারপুরের সেই দীপ শৈশব থেকেই দাদা ও দাদীর কাছে মানুষ হয়েছে। 

থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ায় কয়েক মাস পর পর রক্ত দিতে হয় তাকে। গত বছর লকডাউনের সময় ছোট্ট দীপের জন্য রক্ত না পাওয়ায়, রক্ত জোগাড় করার তাগিদে পায়ে হেঁটে সোনারপুর থেকে কলকাতা চলে এসেছিলেন দীপের দাদি।

সম্প্রতি আবারও দীপের জন্য রক্ত জোগাড় করা নিয়ে সমস্যার সৃষ্টি হয়। এক প্রকার অসহায় হয়ে পড়ে পরিবারটি। তবুও তারা হন্যে হয়ে রক্তের সন্ধান করছিলেন। পুরো ঘটনাটি শুনেই সাহায্যের জন্য এগিয়ে এলেন টেলিভিশনের জনপ্রিয় মুখ মীর আফসার আলি। রক্তদান করে এবারের মতো দীপের রক্ত না পাওয়ার চিন্তা দূর করলেন তিনি।

মীর নিজে তার এই রক্তদানের ছবি কিংবা এই বিষয়ে একটি কথাও নেট মাধ্যমে শেয়ার করেননি। যে স্বেচ্ছাসেবী সংস্থার দৌলতে মীর খবরটি জানতে পেরেছিলেন এবং যাদের উদ্যোগে গোটা ব্যাপারটি সম্ভব হয়েছে, সেই ব্লাড মেটস সংস্থার সোশ্যাল মিডিয়া পেজেই মীরের রক্তদান করার ছবি ও পুরো বিষয়টি সামনে এসেছে। স্বাভাবিকভাবেই মীরের এই মানবিক গুণের ভূয়সী প্রশংসা করেছে নেটিজেনরা।

আহাদ/সবুজ/এএমকে
আর্কাইভ