• ঢাকা শুক্রবার
    ০৮ আগস্ট, ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

৮ বছরের জেল হতে পারে শাকিরার

প্রকাশিত: জুলাই ৩০, ২০২২, ০৮:৪২ পিএম

৮ বছরের জেল হতে পারে শাকিরার

বিনোদন ডেস্ক

স্পেনে কর ফাঁকি দিয়ে মামলার সম্মুখীন হয়েছেন পপ সম্রাজ্ঞীশাকিরা। এতে বেশ বিপাকেও পড়েছেন তিনি। দেশটির আদালতে শাকিরার ৮ বছরের কারাদণ্ড দাবি করেছেন মামলার আইনজীবী।  বার্তাসংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ১.৪৫ কোটি ইউরোরও বেশি কর ফাঁকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে হয়েছে কলম্বিয়ার এই পপ তারকার বিরুদ্ধে। এই অভিযোগ প্রমাণিত হলে শাকিরার আট বছরের জেল হতে পারে। পাশাপাশি ২.৩৫ কোটি ডলারেরও বেশি জরিমানা দিতে পারে তাকে।

স্পেনের সরকারি আইনজীবীর দাবি, বার্সেলোনার ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর ২০১১ সালে স্পেনে বসবাস শুরু করেন শাকিরা। ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে স্পেনের সাধারণ নাগরিক ছিলেন শাকিরা। ২০১২ সালের মে মাসে বার্সেলোনায় বাড়ি কিনেছিলেন গায়িকা।

শাকিরার দাবি, ২০১৫ সাল পর্যন্ত বাহামসের করদাতাদের তালিকায় ছিল তার নাম। কর ফাঁকি দেওয়ার বিষয়টি চুক্তির মাধ্যমে মিটমাট করার প্রস্তাব দেওয়া হয়েছিল শাকিরাকে। কিন্তু তাতে তিনি রাজি হননি।

তবে স্পেনের সরকারি আইনজীবী শাকিরাকে কী চুক্তির প্রস্তাব দেন, তা জানা যায়নি। এই মামলার পরবর্তী শুনানির দিনক্ষণও জানানো হয়নি।

উল্লেখ্য, কয়েক মাস আগেই বিচ্ছেদ ঘোষণা দেন জেরার্ড পিকে ও শাকিরা। তাদের দুটি পুত্রসন্তান রয়েছে। বিচ্ছেদ ঘোষণার পরই শাকিরার বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ প্রকাশ্যে এল।

এআরআই/এএল

আর্কাইভ