 
              প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২২, ১০:৪৪ পিএম
 
                 
                            
              দেশের বর্তমান সময়ের ছোট পর্দার ব্যস্ত অভিনেত্রীদের একজন সামিরা খান মাহি। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় তিনি। নিয়মিত টিকটক করে আলোচিত হয়েছেন। এবার বছরের সেরা টিকটকার হিসেবে নির্বাচিত হলেন এই অভিনেত্রী।
সম্প্রতি সেরা টিকটকারের একটি বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে প্ল্যাটফর্মটি। সেই প্রতিবেদনেই উঠে এসেছে এ তথ্য। চলতি বছর টিকটকে যে ভিডিওগুলো প্রকাশ পেয়েছে সেগুলো যাচাই বাছাই করেছে প্ল্যাটফর্মটি। সেখানে দেখা গেছে, সামিরা মাহির তৈরি করা কন্টেন্টগুলো সবচেয়ে জনপ্রিয়তা অর্জন করেছে।
এই প্রসঙ্গে মাহি বলেন, সেরা হওয়ার বিষয়টি আমার এক বন্ধুর মাধ্যমে জানতে পারি। তালিকার এক নম্বরে দেখি ‘সামিরা’ নামটি লেখা। প্রথমে বুঝতে পারছিলাম না আসলেই সেটা আমি কিনা। পরে ভালো করে চেক করি দেখি, এটা তো সত্যি আমি।
বছর শেষে এমন অর্জনে ব্যাপক উচ্ছ্বসিত হয়ে তিনি বলেন, এমন অর্জন অবশ্যই আমার জন্য অনেক ভালো লাগার ব্যাপার। এই প্ল্যাটফর্মে এতো মানুষ সক্রিয়। সেখানে সবাই আমার ভিডিওগুলো দেখেছেন, এজন্য আমি ভীষণ আনন্দিত। টিকটক প্ল্যাটফর্মে ৪৫ লাখের বেশি অনুসারী ফলো করেন সামিরা খান মাহিকে।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      