• ঢাকা শনিবার
    ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

গুলজার-জাভেদের কথোপকথনের ভিডিও ভাইরাল!

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৩, ০১:০৯ এএম

গুলজার-জাভেদের কথোপকথনের ভিডিও ভাইরাল!

বিনোদন প্রতিবেদক

সম্প্রতি টুইটারে গুলজার ও জাভেদ আখতারের একটি ভিডিও ভাইরাল হয়েছে। জাভেদ আখতারের আত্মজীবনী ‘জাদুনামা’ বইয়ের লঞ্চ অনুষ্ঠানের সে ভিডিও দেখে অবাক হয়েছেন নেটিজেনরা।
জাভেদ আখতারের বায়োগ্রাফির লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুলজার। জাভেদ আখতার সে সময় একটি সবুজ পাঞ্জাবি আর গুলজারকে দেখা গিয়েছে একটি সাদা পাঞ্জাবিতে।

ভাইরাল সে ভিডিওতে গুলজার-জাভেদের নিখাদ বন্ধুত্ব এবং মশকরা দেখে সবাই ভীষণ মজা পেয়েছে। তাই অনেকেই ভিডিওটি শেয়ার করেছেন।

শেয়ার করেছেন অভিনেত্রী সায়মী খেরও। শেয়ার করা ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী সায়মী  লিখেছেন, ‘কী দারুণ সন্ধ্যা ছিল। এই দুই মানুষকে নিয়ে কথা বলতে গেলে শব্দ কম পড়ে যায়।’

ভাইরাল হওয়া সে ভিডিওতে গুলজারকে দেখা গেছে, ‘১৯৪২-এ লাভ স্টোরি’র বিখ্যাত গান, ‘এক লড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’ নিয়ে মজা করতে। যে গানটির লিরিসিস্ট ছিলেন জাভেদ আখতার।

ভারতের অন্যতম সেরা কবি, লিরিসিস্ট, এবং স্ক্রিনপ্লে লেখক তারা। অথচ গুলজার ভাইরাল হওয়া ভিডিওতে দর্শকদের জানান, তার চেয়ে জাভেদ আখতার অনেক ভালো লেখেন। তাই জাভেদকে ভীষণ ভয়ও পেতেন গুণী শিল্পী গুলজার।

 

 

সাজেদ/

আর্কাইভ