• ঢাকা রবিবার
    ২৭ জুলাই, ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

মেহজাবীন-আদনানের ইতালির রোমান্টিক স্মৃতি

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৫, ০৭:৪৫ পিএম

মেহজাবীন-আদনানের ইতালির রোমান্টিক স্মৃতি

বিনোদন ডেস্ক

তারকা অভিনয়শিল্পী মেহজাবীন চৌধুরী এবং নির্মাতা আদনান আল রাজীব বর্তমানে শোবিজ অঙ্গনের অন্যতম আলোচিত দম্পতি। বিয়ের পর নিজেদের ব্যক্তিগত সময়কে বিশেষভাবে উপভোগ করতে তারা বেছে নিয়েছেন ইতালির স্বপ্নিল পর্যটনকেন্দ্র ‘লেক কোমো’। ইউরোপের অন্যতম রোমান্টিক গন্তব্য হিসেবে খ্যাত এই লেকের পাড়ে কয়েকদিন কাটিয়েছেন তারা।

হলিউড থেকে বলিউড, বহু তারকা দম্পতি লেক কোমোকে বিয়ের ভেন্যু বা হানিমুন স্পট হিসেবে বেছে নিয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলো মেহজাবীন-রাজীবের নাম। স্থানীয় রেস্তোরাঁয় তারা উপভোগ করেছেন ইতালীয় খাবারের স্বাদ। ঐতিহাসিক স্থানগুলোও ঘুরে দেখেছেন।

সামাজিক মাধ্যমে শেয়ার করা কিছু ছবিতে মেহজাবীনকে দেখা গেছে সাধারণ অথচ এলিগ্যান্ট লুকে। রাজীবকে দেখা গেছে ফুরফুরে মেজাজে।

মেহজাবীন সবসময়ই ভ্রমণপ্রেমী। ক্যারিয়ারের ব্যস্ততা থেকে বিরতি পেলেই তিনি নতুন দেশ আবিষ্কারে বেরিয়ে পড়েন। বিয়ের পর ইউরোপের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার ইচ্ছা ছিল। সেই স্বপ্ন বাস্তবে রূপ পেল।

মেহজাবীন এর আগে একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ভ্রমণ তাঁর সবচেয়ে প্রিয় শখ। কাজের ব্যস্ততা থেকে কিছুটা বিরতি পেলে তিনি নতুন দেশ ও সংস্কৃতি আবিষ্কার করতে ভালোবাসেন। বিয়ের পর এই ইউরোপ সফর যেন ছিল তাদের সম্পর্কের আরেকটি বিশেষ অধ্যায়।

গতকাল মেহজাবীন সামাজিক মাধ্যমে লেখেন, ‘আমি সবসময় শুনেছি যে ইতালির লেক কোমো পৃথিবীর সবচেয়ে রোমান্টিক জায়গাগুলোর মধ্যে একটি, বিশেষ করে দম্পতিদের জন্য। এ কারণে আমরা সত্যিই এটি নিজের চোখে দেখতে চেয়েছিলাম। সত্যি বলতে, এটি স্বপ্নের মতো মনে হচ্ছিল। আমরা ভাগ্যবান যে আমাদের হানিমুনের কয়েকটা দিন এখানে কাটিয়েছি। শান্ত, সুন্দর এবং ছোট ছোট মুহূর্ত যা আমি কখনোই ভুলব না। সুন্দর কোনো স্থানে গেলে সাধারণত বন্ধুদের সঙ্গে তা শেয়ার করি। লেক কোমোতে আমাদের প্রিয় দিনের কিছু ঝলক শেয়ার করতে ভুলিনি।’

লেক কোমো উত্তর ইতালির লোম্বার্ডি অঞ্চলে অবস্থিত, যা পাহাড়ঘেরা মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্বজুড়ে খ্যাত। নীলাভ লেক, ঘন সবুজ পাহাড়, ঐতিহ্যবাহী ভিলা এবং ফুলে ভরা বাগান–যেন স্বপ্নের এক দৃশ্যপট। মেহজাবীন ও রাজীবের হানিমুনের ছবিগুলোতেও সেই স্বপ্নময় আবহ ফুটে উঠেছে।

বিনোদন জগতের তারকাদের ব্যক্তিগত মুহূর্ত নিয়ে ভক্তের আগ্রহ সবসময়ই বেশি। মেহজাবীন ও রাজীবের এই হানিমুন ভ্রমণ সামাজিক মাধ্যমে আলোচনায় উঠে এসেছে। অনেকে তাদের জুটি হিসেবে শুভকামনা জানিয়েছেন এবং ইউরোপের এই রোমান্টিক সফরকে ‘স্বপ্নের মতো সুন্দর’ বলেছেন।

 

আর্কাইভ