• ঢাকা বুধবার
    ১৩ আগস্ট, ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

চিত্রনায়িকা একা আটক, ইয়াবা-মদ উদ্ধার

প্রকাশিত: জুলাই ৩১, ২০২১, ০৮:৩৩ পিএম

চিত্রনায়িকা একা আটক, ইয়াবা-মদ উদ্ধার

বিনোদন প্রতিবেদক

গৃহকর্মী নির্যাতনের ঘটনায় চিত্রনায়িকা একাকে আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ। সময় তার বাসা থেকে ইয়াবা বিদেশি মদ উদ্ধার করা হয়।

শনিবার (৩১ জুলাই) বিকেলে বাসা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন।

তিনি বলেন, ‘আহত গৃহকর্মীকে প্রাথমিক চিকিৎসাসেবা দিয়ে থানায় নিয়ে আসা হয়েছে। ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ছাড়া যেহেতু তার বাসা থেকে ইয়াবা এবং মদ উদ্ধার করা হয়েছে। ব্যাপারেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নিতে হবে।

হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশন) গোলাম আজম বলেন, ‘চিত্রনায়িকা একার বাসায় ছুটা কাজ করতেন হাজেরা বেগম (৩০) নামে এক গৃহকর্মী। তিনি জাতীয় জরুরি সেবা (৯৯৯) নম্বরে অভিযোগ করেন। আমরা প্রথমে নির্যাতনের শিকার গৃহকর্মীকে উদ্ধার করি। পাশাপাশি নায়িকা একাকে আটক করে থানায় নিয়ে আসি। ভিকটিমকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠিয়েছি। গৃহকর্মীর হাতে মাথায় আঘাত রয়েছে।

সম্রাট/নূর/এম. জামান

আর্কাইভ