• ঢাকা বৃহস্পতিবার
    ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সুন্দরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মে দিবস উদযাপন

প্রকাশিত: মে ১, ২০২৫, ০৪:৫৫ পিএম

সুন্দরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মে দিবস উদযাপন

গাইবান্ধা প্রতিনিধি

‍‍`শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো দেশ নতুন করে‍‍`- এই প্রতিপাদ্যের আলোকে গাইবান্ধার সুন্দরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাজেদুর রহমান, উপজেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম সরকার মঞ্জু, উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ, পৌর বিএনপির আহ্বায়ক ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া নিপন, গণমাধ্যমকর্মী জাহিদুল ইসলাম প্রমুখ। এতে শ্রমিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রমজীবী সংগঠনের প্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা শুধু মে দিবসেই নয়, প্রতিদিনের দায়িত্ব। শ্রমিক-মালিক সুসম্পর্ক এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত হলে দেশ আরও দ্রুত উন্নতির পথে এগিয়ে যাবে।

আর্কাইভ