• ঢাকা শনিবার
    ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
হাসপাতালে ২১১৫

একদিনে আরও ১৪ জনের প্রাণ কেড়ে নিল ডেঙ্গু

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৩, ০১:৫৯ এএম

একদিনে আরও ১৪ জনের প্রাণ কেড়ে নিল ডেঙ্গু

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১৪ জন। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১১৫ জন ডেঙ্গু আক্রান্ত নতুন রোগী।

বুধবার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মারা যাওয়াদের মধ্যে রাজধানী ঢাকার রয়েছেন ১০ জন, বাকি ৪ জন ঢাকার বাইরের। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭১ জনে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১১৫ জন। এরমধ্যে ঢাকায় ৮৩৩ জন এবং ঢাকার বাইরের রয়েছেন ১ হাজার ২৮২ জন। এ নিয়ে চলতি বছর দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ২২ জনে।

এদিকে বর্তমানে ৯ হাজার ১২৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩ হাজার ৯৪৬ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৫ হাজার ১৮১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২৮ হাজার ২২৪ জন।

২০২২ সালে ডেঙ্গুতে মোট ২৮১ জনের মৃত্যু হয়। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ