
প্রকাশিত: জানুয়ারি ২, ২০২২, ০১:৩৮ এএম
নারীদের
ওপর নির্যাতন বন্ধে জোরালো আহ্বান জানিয়ে রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস
বলেছেন, ‘নারীরাই জীবনকে এক সুতায় বেঁধে রাখেন। সেই
নারীদের বিরুদ্ধে কত সহিংসতা ঘটে! যথেষ্ট! নারীকে আঘাত করা মানে ঈশ্বরকে অপমান
করা।’
শনিবার (১ জানুয়ারি) ফ্রান্সিস সেন্ট পিটারের বাসিলিকা চার্চে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে মাতৃত্ব এবং নারীদের ওপর সম্মান জানিয়ে নতুন বছরের সূচনা বক্তব্য রাখেন পোপ ফ্রান্সিস। তিনি বলেন, ‘নারীরাই জীবনকে একই সুতায় বেঁধে রাখেন। এ সময় তিনি নারীদের ওপর নির্যাতন বন্ধে জোরালো আহ্বান জানান।’
এই ধর্মগুরু বলেন, ‘মায়েরা সবার জন্য জীবন উৎসর্গ করেন এবং নারীরা বিশ্বকে ঐক্যবদ্ধ করেন। আসুন সবাই মায়েদের উন্নয়নে এবং নারীদের সুরক্ষায় একত্রে সর্বোচ্চ প্রচেষ্টা চালাই।’
জানা যায়, শনিবারের ওই অনুষ্ঠানে উদযাপনে পোপ ফ্রান্সিস বাসিলিকার কেন্দ্রীয় করিডরের পুরো দৈর্ঘ্য হাঁটেন। বর্তমানে সায়াটিকা রোগে ভুগছেন পোপ। এ কারণে মাঝে মাঝে তিনি পায়ে ব্যথা অনুভব করেন, এবং মাঝেমধ্যে তিনি দীর্ঘ সময় ধরে দাঁড়িয়েও থাকতে পারেন না।
জেডআই/ডা