 
              প্রকাশিত: জুন ৩, ২০২১, ০৭:৫৬ পিএম
 
                 
                            
              বেশির
ভাগ ভারতীয় পুরুষ কনডম ব্যবহারে আগ্রহী
নন। যেসব তরুণ নিয়মিত
যৌন সম্পর্কে লিপ্ত তাদের আশি ভাগই কনডোম
ব্যবহার করেন না। নারীদের
অবস্থা আরও নাজুক। নারীদের
মাত্র তিন ভাগ কনডম
ব্যবহারে ইচ্ছুক। সম্প্রতি এক সমীক্ষায় এমন
তথ্য উঠে এসেছে। 
কনজিউমার,
কনডোম অ্যান্ড সাইকোলজি এই তিন শব্দকে
সংক্ষিপ্ত করে বানানো হয়েছে
কনডোমলজি। কনডমের বাজারে সবচেয়ে বড় অংশীদার এবং
তাদের সহযোগী কোম্পানিগুলো মিলিতভাবে ‘কনডোম অ্যালায়েন্স’
নামে একটি দল তৈরি
করেছে। দলটি এই বিষয়
নিয়ে সমীক্ষা চালিয়ে এই পরিসংখ্যান তৈরি
করেছে। তার ওপর ভিত্তি
করেই তৈরি হয়েছে এই
কনডমলজির প্রতিবেদন।
জনসংখ্যা
নিয়ন্ত্রণে, অবাঞ্ছিত গর্ভধারণ এড়াতে, সুস্থ যৌনস্বাস্থ্য বজায় রাখতে কনডোম
ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ- এ কথা মাথায়
রেখে ভারতে কনডমলজির সমীক্ষা চালানো হয়েছে। দেশটির মোট জনসংখ্যার প্রায়
পয়ষট্টি শতাংশেরই বয়স চব্বিশ বা
তার নিচে। 
সমীক্ষায়
দেখা যায়, ভারতে কনডম
ব্যবহারের হার মাত্র ৫.৬ শতাংশ। বিয়ের
আাগে মাত্র সাতাশ শতাংশ পুরুষ এবং সাত শতাংশ
মহিলা কনডোম ব্যবহার করছেন। এছাড়া মাত্র ১৩ শতাংশ পুরুষ
ও ৩ শতাংশ নারী
যৌন সম্পর্কের সময় কনডম ব্যবহার
আগ্রহী।
শামীম/নির্জন
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      