
প্রকাশিত: জুন ৩, ২০২১, ০৮:২৮ পিএম
উত্তর
কোরিয়ার নেতা কিম জং
উনের নিষ্ঠুরতা কথা প্রায়ই শোনা
যায়। নতুন করে আরও
এক নিষ্ঠুরতার উদাহরণ তৈরি করেছেন দেশটির
নেতা। সীমান্ত পার হয়ে কোনো
বিড়াল ও কবুতর উত্তর
কোরিয়ায় ঢুকলে সেসব প্রাণীকে হত্যার
নির্দেশ দিয়েছেন তিনি।
কিমের
দাবি, সীমান্ত পেরিয়ে চীন থেকে যেসব
বিড়াল এবং কবুতর উত্তর
কোরিয়া আসছে সেসব প্রাণী
করোনাভাইরাস নিয়ে আসছে। উত্তর
কোরিয়ায় প্রশসান করোনার প্রকোপ খতিয়ে দেখতে তদন্ত শুরু করে। আর
সেই তদন্তের রিপোর্টে করোনার ছড়ানোর জন্য বিড়ালদের দায়ী
করা হয়েছে।
তদন্ত
রিপোর্টর পরই চীনের সীমান্ত
পেরিয়ে কোনো পশু বা
পাখি উত্তর কোরিয়ায় ঢুকলেই সেসব প্রাণীকে কিম
গুলি করে মেরে ফেলার
নির্দেশ জারি করেছেন। শুধু
তাই নয়, বিড়াল পোষার
কারণে কর্তৃপক্ষের রোষের মুখেও পড়তে হচ্ছে স্থানীয়দের।
এজন্য শাস্তির পাশাপাশি আইসোলেশনেও থাকতে হচ্ছে এসব পরিবারকে।
এদিকে
স্থানীয় প্রশাসনকে পশু-পাখি মেরে
ফেলার চাপ দিচ্ছে কিম
সরকার। কিমের এমন আদেশে উত্তর
কোরিয়া জনগণের একাংশ ক্ষুদ্ধ হয়ে উঠেছে। তবে
এসব নিয়ে ভাবনার লোক
মোটেও নন কিম জং
উন।
শামীম/নির্জন