• ঢাকা মঙ্গলবার
    ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

কানাডায় অন্তত ১০টি গির্জায় হামলা

প্রকাশিত: জুলাই ২, ২০২১, ০৭:৪৭ পিএম

কানাডায় অন্তত ১০টি গির্জায় হামলা

আন্তর্জাতিক ডেস্ক

কানাডার প্রতিষ্ঠাবার্ষিকী ছিল বৃহস্পতিবার ( জুলাই) দিনে দেশটির আলবার্টা রাজ্যের ক্যালগেরি শহরে অন্তত ১০টি গির্জায় হামলা-ভাঙচুর চালানো হয়েছে। পুলিশ জানিয়েছে স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর লোকজন এই হামলা চালিয়েছেন। ক্যালগেরি পুলিশ বিভাগ জানিয়েছে ৩০ জুন মধ্যরাত এবং জুলাই ভোরের মধ্যে ঘটেছে এই ভাঙচুরের ঘটনা।

ক্যালগেরি পুলিশ বিভাগের কর্মকর্তারা বিবিসিকে জানান, সম্প্রতি কানাডার বিভিন্ন প্রদেশে দেশটির আদিবাসী রেড ইন্ডিয়ান, ইনুইট মেটিস জাতিগোষ্ঠীর দেহাবশেষ গণকবরের সন্ধান পাওয়ার জেরে শহরের বিক্ষুব্ধ আদিবাসী জনগোষ্ঠীর লোকজন এই হামলা চালিয়েছেন। ভাঙচুরের পাশাপাশি গির্জাগুলোর দরজা-জানালায় আদিবাসীরা হাতের রঙিন ছাপও দিয়েছেন, যাকে তাদের বিক্ষোভের প্রতীক বলে উল্লেখ করেছেন পুলিশ কর্মকর্তারা।

রাজ্যের মুখ্যমন্ত্রী জেসন কেনি এক বার্তায় ঘটনাকেভয়াবহবলে উল্লেখ করে বলেন, ‘ক্যালগেরিতে যেসব গির্জা ভাঙচুর করা হয়েছে, সেগুলো প্রতিষ্ঠা করেছিল অভিবাসীরা, যারা নিজ দেশে স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারত না। এই ঘটনায় স্বাভাবিকভাবেই তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

পাশাপাশি, ভাঙচুরের ঘটনায় খেদ প্রকাশ করে জেসন কেনি বলেন, ‘অতীতে আমাদের পূর্বপুরুষরা যে অন্যায় করে গেছেন, তার ফল এখন আমাদের ভুগতে হচ্ছে। আমরা আমাদের পূর্বপুরুষদের মতো নই। আমরা ঐক্য চাই, পারস্পরিক শ্রদ্ধা চাই, পুনর্মিলন চাই।

গত মে মাসে কানাডার ব্রিটিশ কলম্বিয়া রাজ্যের একটি আবাসিক স্কুলে ২১৫ জন শিশুর দেহাবশেষে উদ্ধারের ঘটনায় তোলপাড় হয়েছিল দেশটিতে। তারপরে জুন মাসে কানাডার সাসকাচুয়ান, অ্যালবার্টা ব্রিটিশ কলম্বিয়ায় কয়েকশগণকবরের সন্ধান পাওয়া যায়।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, এসব অঞ্চলের আদিবাসী জাতিগোষ্ঠীর মানুষজনকে হত্যার পর এই গণকবরগুলোতে তাদের মাটিচাপা দেয়া হয়েছিল। কানাডার আদিবাসী অধিকার সংস্থা দ্য ফেডারেশন অব সোভারিজিন ইন্ডিজেনাস নেশনস দেশটির সরকারের প্রতি বিষয়ক আরও বিস্তিৃত অনুসন্ধানের দাবি জানিয়েছে।

শামীম/নির্জন

আর্কাইভ