• ঢাকা বৃহস্পতিবার
    ২০ নভেম্বর, ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২

রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে অন্তত ২৫ জন নিহত

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৫, ০৮:৫৭ পিএম

রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে অন্তত ২৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে দুই শিশুসহ অন্তত ২৫ জন নিহত হয়েছে।

ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, পশ্চিমাঞ্চলীয় শহর টেরনোপিলের দুইটি ব্লকে এই হামলা চালিয়েছে রাশিয়া।

পুলিশ জানিয়েছে, আরো ৬৬ জন আহত হয়েছেন যাদের মধ্যে ১৬ জন শিশু। ২০২২ সালের ফেব্রুয়ারিতে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম ইউক্রেনে রাশিয়ার সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর একটি এটি।

আরো দুইটি পশ্চিমাঞ্চলীয় এলাকা লুভিও এবং ইভানো ফ্রাঙ্কিভস্কেও হামলা করা হয়েছে। এছাড়া উত্তরাঞ্চলীয় শহর খারকিভের তিনটি জেলা লক্ষ্য করে ড্রোন হামলায় ৩০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

অনলাইনে প্রকাশিত ছবিবে ভবন এবং গাড়িতে আগুন দেখা গেছে।

ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, দেশের বেশ কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া ৪৭০টিরও বেশি ড্রোন এবং ৪৭টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ফলে ‘উল্লেখযোগ্য ক্ষতি’ হয়েছে।

টেরনোপিলের ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকা পড়ে থাকতে পারে বলে সতর্ক করেছেন তিনি।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ