• ঢাকা শনিবার
    ০৭ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১

নারীদের ভোটে এগিয়ে হ্যারিস, কিন্তু ব্যবধান বড় নয়

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৪, ০৯:১৮ এএম

নারীদের ভোটে এগিয়ে হ্যারিস, কিন্তু ব্যবধান বড় নয়

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচনে লিঙ্গভিত্তিক সমর্থন নিয়ে অনেক আলোচনা হয়েছে।
এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী, নারীরা ডেমোক্র্যাটিক পার্টির কমালা হ্যারিসকে ৫৪ শতাংশ সমর্থন দিচ্ছেন এবং রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প নারীদের ভোট পাচ্ছেন ৪৪ শতাংশ।
এ থেকে দেখা যাচ্ছে যে নারী ভোটের দিক থেকে মিজ হ্যারিস এগিয়ে থাকলেও ব্যবধান খুব বড় নয়। তবে এর আগে ২০২০ সালের নির্বাচনে মার্কিন প্রেসিডেন্টকে ৫৭ শতাংশ নারী ভোট দিয়েছিলেন।

জাতীয় এক্সিট পোলের তথ্য প্রতিনিয়ত আপডেট হচ্ছে, তবে এটি চূড়ান্ত নয়। সুইং স্টেটগুলোতে কী ঘটছে, তা এখনও প্রকাশিত হয়নি।

এর বাইরে জাতিগত ভিত্তিতে শ্বেতাঙ্গদের ভোটে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে, আর কৃষ্ণাঙ্গ ভোটারদের মধ্যে মিজ হ্যারিস এগিয়ে। মিজ হ্যারিস হিস্পানিক ভোটারদের মধ্যেও এগিয়ে আছেন। 

সেইসাথে, কলেজ পড়ুয়া ও তরুণ ভোটারদের দিক থেকেও মিজ হ্যারিসের পাল্লা ভারী।

আর্কাইভ