 
              প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৪, ১০:৫৯ এএম
 
                 
                            
              যুক্তরাজ্য ভিত্তিক নজরদারি গোষ্ঠী সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, সিরিয়ার অন্যতম দ্বিতীয় বড় শহর আলেপ্পোর একাধিক এলাকা দখলে নিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী। খবর বিবিসি
শুক্রবার (২৯ নভেম্বর) রাতে এসওএইচআর জানিয়েছে, বিদ্রোহী গোষ্ঠী শহরের প্রায় অর্ধেকের বেশি অংশ দখলে নিয়েছে।
চলতি বছরের মধ্যে এই প্রথম সিরিয়ার সরকারের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়ে সফলতা পেয়েছে বিদ্রোহীরা। ২০১৬ সালে প্রেসিডেন্ট বাশার আল আসাদ বাহিনী ক্ষমতা দখলের পর বিদ্রোহী গোষ্ঠী এতদিন ধরে হামলা চালিয়ে আসলেও আলেপ্পোতে পৌঁছাতে পারেনি। কিন্তু এবার তারা আসাদ বাহিনীকে হটিয়ে আলেপ্পোর বড় এলাকা দখল করেছে।
দেশটির ইসলামপন্থী সামরিক গোষ্ঠী হায়াত তাহরির আল শাম (এইচটিএস) এর সঙ্গে সম্পর্কিত একটি চ্যানেলে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে শহর জুড়ে বিদ্রোহীরা গাড়িতে করে দাপিয়ে বেড়াচ্ছে।
বিবিসি ওই ভিডিও’র সতত্য সম্পর্কে নিশ্চিত হয়েছে। ভিডিও ফুটেজে আলেপ্পোর পশ্চিমাঞ্চলীয় শহর দেখানো হয়েছে।
বুধবার এইচটিএস এবং তার মিত্র বাহিনীর আক্রমন শুরু করার পর সরকারি বাহিনী জানিয়েছে, তারা আলেপ্পোর এবং ইদলিব প্রদেশের কিছু অংশ পুনরুদ্ধার করেছে।
২০১১ সালে সিরিয়ায় গণতন্ত্রপন্থীদের দমন করার পরই দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়ে। যাতে প্রায় অর্ধ মিলিয়ন মানুষ নিহত হয়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্রোহীরা আলেপ্পোতে পৌঁছানোর খবর পেয়েছে সিরিয়ার কর্তৃপক্ষ আলেপ্পো এয়ারপোর্টসহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে দিয়েছে।
এদিকে বাশার আল আসাদ সরকারর প্রধান মিত্র রাশিয়া বিদ্রোহীদের দমে দামেস্কে অতিরিক্ত সামরিক সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছেন। দুটি সামরিক সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে নতুন সামরিক সহায়তা এসে পৌঁছাবে।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      