
প্রকাশিত: মে ৩, ২০২৫, ০৯:১৫ এএম
জাতিসংঘের সর্বোচ্চ আদালত বিতর্কিত তেলসমৃদ্ধ এসেকুইবো অঞ্চলে নির্বাচন স্থগিত করার নির্দেশ দিয়ে যে আদেশ দিয়েছে, তা ‘সরাসরি ও দৃঢ়ভাবে’ প্রত্যাখ্যান করবে বলে শুক্রবার জানিয়েছে ভেনিজুয়েলা সরকার।
কারাকাস থেকে এএফপি জানায়, আগামী ২৫ মে ভেনিজুয়েলায় রাজ্যপাল নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যার আওতায় এসেকুইবো অঞ্চলকেও অন্তর্ভুক্ত করেছে দেশটি, যদিও অঞ্চলটি গত এক শতাব্দীরও বেশি সময় ধরে গায়ানার প্রশাসনিক নিয়ন্ত্রণে রয়েছে।
আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) এই আদেশ এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে বৃহস্পতিবার গায়ানার প্রেসিডেন্ট তা সামাজিক মাধ্যমে প্রকাশ করেন।