প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০১:১৬ পিএম
ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার ঘটনাকে একটি বিপজ্জনক নজির হিসেবে অভিহিত করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক শনিবার (৩ জানুয়ারি) এক বিবৃতিতে জানান, ভেনেজুয়েলায় চলমান উত্তেজনা বৃদ্ধির জেরে গুতেরেস গভীরভাবে উদ্বিগ্ন এবং তিনি আশঙ্কা করছেন এই অভিযানের কারণে অদূর ভবিষ্যতে দক্ষিণ আমেরিকা অঞ্চলে একটি উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে, আন্তর্জাতিক আইনের প্রতি সম্মানবোধের অভাব মহাসচিবকে শঙ্কিত করে তুলেছে। তিনি সংশ্লিষ্ট সবাইকে জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইনের প্রতি পূর্ণ সমর্থন প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। মহাসচিবের মতে, মানবাধিকার সমুন্নত রেখে অন্তর্ভুক্তিমূলক সংলাপের মাধ্যমেই এই সংকটের সমাধান করা উচিত।
অন্যদিকে, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ফলকার তুর্ক এক পৃথক বার্তায় ভেনেজুয়েলার জনগণের সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন। এই উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সোমবার (৫ জানুয়ারি) নিরাপত্তা পরিষদ একটি জরুরি বৈঠক আহ্বান করেছে যেখানে ভেনেজুয়েলার প্রতিনিধিদলকেও উপস্থিত থাকতে বলা হয়েছে।
উল্লেখ্য যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাত্র চার দিন আগে এই অভিযানের অনুমতি দিয়েছিলেন যার ফলে বর্তমানে মাদুরো নিউইয়র্কে ফেডারেল হেফাজতে রয়েছেন।