• ঢাকা রবিবার
    ১৮ জানুয়ারি, ২০২৬, ৫ মাঘ ১৪৩২

৩ মার্কিন নাগরিক হত্যার প্রতিশোধে সিরিয়ায় যুক্তরাষ্ট্রের হামলা

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ১০:৫৭ এএম

৩ মার্কিন নাগরিক হত্যার প্রতিশোধে সিরিয়ায় যুক্তরাষ্ট্রের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

সিরিয়ায় আল-কায়েদা সংশ্লিষ্ট এক শীর্ষ জঙ্গি নেতাকে লক্ষ্য করে প্রাণঘাতী হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত বছরের ডিসেম্বরে ৩ মার্কিনী হত্যার জেরে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে সেন্ট্রাল কমান্ড—সেন্টকম। এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়। 

মার্কিন হামলায় নিহত হয়েছেন বিলাল হাসান আল-জাসিম। যুক্তরাষ্ট্রের দাবি, তিনি আল-কায়েদা সংশ্লিষ্ট এক অভিজ্ঞ জঙ্গি নেতা এবং গত ডিসেম্বর সিরিয়ায় মার্কিন সেনাদের ওপর প্রাণঘাতী হামলার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন।

সেন্টকম জানিয়েছে, ওই হামলায় দুই মার্কিন সেনা সদস্য এবং এক বেসামরিক দোভাষী নিহত হন। নিহত জঙ্গি নেতার সঙ্গে ওই হামলাকারীর সরাসরি যোগাযোগ ছিল বলে দাবি মার্কিন সামরিক বাহিনীর।

এ বিষয়ে এক বিবৃতিতে সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, মার্কিন সেনাদের ওপর হামলার জবাব দিতেই এই অভিযান। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র কখনোই তাদের সেনাদের ওপর হামলার প্রতিশোধ নিতে পিছপা হবে না।

এই হামলা চালানো হয়েছে ‍‍`অপারেশন হকআই স্ট্রাইক‍‍` নামের ধারাবাহিক অভিযানের আওতায়। সেন্টকম জানায়, এ অভিযানে এখন পর্যন্ত আইএসের একশো‍‍`র বেশি অবকাঠামো ও অস্ত্রভাণ্ডারে হামলা চালানো হয়েছে।

এদিকে, সিরিয়ায় এখনো কয়েকশো‍‍` মার্কিন সেনা অবস্থান করছে, যাদের মূল লক্ষ্য আইএস দমন। যদিও ডিসেম্বরের ওই হামলার দায় এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি আইএস।

আর্কাইভ