• ঢাকা বৃহস্পতিবার
    ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

আ. লীগ পুলিশ দিয়ে ১৫ বছর আমাদের ওপর অত্যাচার করেছে: মির্জা ফখরুল

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৫, ০৮:২৫ পিএম

আ. লীগ পুলিশ দিয়ে ১৫ বছর আমাদের ওপর অত্যাচার করেছে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি

আওয়ামী লীগ পুলিশ দিয়ে ১৫ বছর বিএনপি নেতাকর্মীদের ওপর অত্যাচার করেছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের লক্ষ্মীর হাটে সনাতন সম্প্রদায়ের মানুষের সাথে মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘পুলিশ দিয়ে ১৫ বছর আওয়ামী লীগ আমাদের ওপর অত্যাচার করেছে। অপরাধ একটাই আমরা বিএনপি করি। এটা যেন আর না হয় আমরা সেই ব্যবস্থা করতে চাই। এ জন্য পুলিশের সংস্কার করতে হবে তারা যেন স্বাধীনভাবে কাজ করতে পারে। বিচার স্বাধীনভাবে হবে এইরকম আমার একটা রাষ্ট্র গঠন করতে চাই।’

পুলিশের প্রতি অনুরোধ করে বিএনপির মহাসচিব বলেন, ‘অন্যায়কে প্রশ্রয় দেবেন না। দেখবেন না সে কোন দল করে। যে অন্যায় করবে, মানুষের ক্ষতি করবে সাথে সাথে তাকে আইনের আওতায় আনবেন।’

সনাতন ধর্মের মানুষদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, ‘আপনারা আমাদের ভোট দেন বা না দেন যায় আসে না। আমরা আপনাদের পাশে আছি, পাশে থাকব। আপনাদের রক্ষা করার দায়িত্ব আমাদের। ১৯৭১ সালে আমরা যেভাবে এই একসাথে মিলেমিশে ছিলাম। হিন্দু–মুসলিমের বিবেদ ছিল না। আসুন আমরা এক হয়ে চলি বিভাজন সৃষ্টি না করি সকলে আমরা একত্রিত হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য কাজ করি।’

এ সময় বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপি সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, বড়গাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রভাত কুমার সিং। এছাড়া বিএনপিসহ দলটির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিল।

পরে মির্জা ফখরুল সদর উপজেলা মুন্সির হাটে গণসংযোগে যোগ দেন।

এর আগে মির্জা ফখরুল সেন্ট মাদার তেরেসা বিদ্যালয়ে যোগ দিলে সেখানে শিক্ষক-শিক্ষার্থীরা তাঁকে সংবর্ধনা দেয়।

আর্কাইভ