• ঢাকা বুধবার
    ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

টাকা বনাম ভালোবাসা, জানেন কি কোনটি বেশি চায় মানুষ

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৩, ০১:১৯ এএম

টাকা বনাম ভালোবাসা, জানেন কি কোনটি বেশি চায় মানুষ

লাইফস্টাইল ডেস্ক

কথিত আছে টাকা না থাকলে নাকি ভালবাসা জানালা দিয়ে পালায়। আদৌ কি সে কথা সত্যি? বাস্তবে ভালবাসা না ধন-দৌলত, কোনটির গুরুত্ব বেশি বলে মনে করেন মানুষ? চলুন জেনে নেই কি বলছে সমীক্ষা।  

মার্কিন অর্থ ব্যবস্থাপনা সংস্থার প্রায় ১২০০ জন মানুষের উপর করা সমীক্ষা বলছে, দাম্পত্য জীবনে ভালো থাকার সঙ্গে সরাসরি অর্থনৈতিক অবস্থার যোগ রয়েছে। অর্থনৈতিক ভাবে সচ্ছল এমন মানুষদের ৭৩ শতাংশ দাম্পত্য জীবনেও সুখী। এছাড়া ৫৯ শতাংশ মানুষ জানিয়েছেন, তাদের কাছে ধন সম্পদের চেয়ে থেকে ভালবাসার মূল্য বেশি।

আবার শতকরা ৭৫ জন বলেছেন, টাকাপয়সার লেনদেন করা ভালবাসার তুলনায় অনেক বেশি কঠিন। শতকরা ৩৭ জন মানুষ জানিয়েছেন, সুখি সুন্দর দাম্পত্য জীবন পেতে তারা অর্থ সম্পদ ত্যাগ করতেও দ্বিধা করবেন না।    

তবে সমীক্ষা বলছে, মুখে ভালবাসার কথা বললেও টাকা বেশ গুরুত্ব রাখে মানুষের জীবনে। শতকরা ৬০ শতাংশ মানুষই জানান অর্থনৈতিকভাবে সমৃদ্ধ মানুষই ভালবাসার ক্ষেত্রে তাদের প্রথম পছন্দ।  

আর্কাইভ