• ঢাকা শনিবার
    ১১ মে, ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

চন্দ্রগ্রহনের কবলে পৃথিবী

প্রকাশিত: মে ২, ২০২৩, ০৬:০০ পিএম

চন্দ্রগ্রহনের কবলে পৃথিবী

ছবি: সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক

চলতি বছরের দ্বিতীয় গ্রহণ হতে চলছে ৫ মে ( শুক্রবার)। গত ২০ এপ্রিল প্রথম সূর্যগ্রহণের পর ৫ মে হতে চলছে এ বছরের প্রথম চন্দ্রগ্রহণ।

জ্যোর্তিবিদদের মতে, মাত্র ১৫ দিনের ব্যবধানেই হচ্ছে এই গ্রহণ। এবারের চন্দ্রগ্রহণটি হবে একটি উপছায়া চন্দ্রগ্রহণ।

ওইদিন রাত ৮টা ৪৫ মিনিটে গ্রহণ শুরু হয়ে শেষ হবে রাত ১টায়। চন্দ্রগ্রহণের পরমগ্রাস সময় রাত ১০টা ৫৩ মিনিটে।

বাংলাদেশ সময় অনুযায়ী, এ উপছায়া চন্দ্রগ্রহণ শুরু হবে রাত ৯টা ১৫ মিনিটে। আর শেষ হবে রাত ১টা ৩২ মিনিটে।

এ চন্দ্রগ্রহণ এশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া, আফ্রিকা, এর্ন্টাকটিকা, আটলান্টিক-প্রশান্ত-ভারত মহাসাগর থেকে সরাসরি দেখা যাবে। তবে বাংলাদেশে এ উপছায়া চন্দ্রগ্রহণ খালি চোখে দেখা যাবে না।

 

জেকেএস/

আর্কাইভ