প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০৯:৪৬ পিএম
তারেক রহমানের সাথে বৈঠক করেছেন অস্ট্রেলিয়া, জার্মানির রাষ্ট্রদূতরা। যেখানে ভবিষ্যতের আন্তর্জাতিক সম্পর্ক সহ নানা পরিকল্পনার বিষয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
শুক্রবার (৯ জানুয়ারি) রাতে গুলশানে চেয়ারপার্সন কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বলেন, আলোচনা হয়েছে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও পরিকল্পনা নিয়ে। পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নেও আলাপ করেন তারা।
এসময় কুটনৈতিকরা প্রত্যাশা করেন, দীর্ঘদিন পর হতে যাওয়া আগামী নির্বাচন সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ হবে। এরআগে, বিকেল সাড়ে চারটায় তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
সন্ধ্যা ৬টায় সাক্ষাৎ করেন জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটজ আর অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইল সাক্ষাৎ করেন রাত সাতটায়।
এর আগে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এদিকে রাত সাড়ে নয়টায় দলের স্থায়ী কমিটির বৈঠক বসার কথা রয়েছে। যেখানে অংশ নিতে কার্যালয়ে প্রবেশ করেছেন বিএনপি মহাসচিবসহ স্থায়ী কমিটির নেতারা।