• ঢাকা বুধবার
    ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

‘শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ ব্যয় বাড়বে’

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২২, ১২:১০ এএম

‘শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ ব্যয় বাড়বে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২০২৩ সালে উদ্বোধনের লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণের কাজ। তবে এর নির্মাণ ব্যয়ও বাড়বে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। সোমবার (১২ সেপ্টেম্বর) নির্মাণ কাজ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী বলেন, ২০২৩ সালের অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন— এমন টার্গেট নিয়ে এগিয়ে চলেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণের কাজ। এর নির্মাণ ব্যয়ও বাড়বে।

মো. মাহবুব আলী বলেন, উন্নত মানের যাত্রী সেবা, গ্রাউন্ড হ্যান্ডলিংসহ কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতায় তৃতীয় টার্মিনাল পরিচালনার জন্য আন্তর্জাতিক দরপত্র দেওয়া হচ্ছে। এরমধ্যে বিদেশি কয়েকটি কোম্পানি এ কাজে সাড়া দিয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, বিমান যদি সার্ভিস দিতে পারে তাহলে বিমানকেই পরিচালনার দায়িত্ব দেওয়া হবে। বিমানবন্দর পরিচালনার দায়িত্ব বিদেশীদের হাতে চলে গেলে বছরে প্রায় দেড় হাজার কোটি টাকা নিয়ে যাবে তারা।

প্রতিমন্ত্রী আরও জানান, বিমানের পাইলটসহ ১৪ ব্যক্তির নিয়োগে অনিয়মের বিষয়টি তদন্ত হচ্ছে। বিমানের লাখ লাখ টাকা খরচ করে বিদেশে ট্রেনিং করে তিন জন অন্য এয়ারলাইন্সে চলে গেছেন। তাদের প্রত্যেকের পেছনে বিমানের ২০ লাখ করে খরচ হওয়া টাকা ফেরত নেওয়া হবে।

বিমানবন্দর পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন— মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বেবিচকের চেয়ারমান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান, বিমানবন্দরে নির্বাহী পরিচাপ গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম প্রমুখ।

জেডআই/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ