• ঢাকা রবিবার
    ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
সীমান্তে গোলাগুলি

আসিয়ানভুক্ত দেশের রাষ্ট্রদূতদের বাংলাদেশের অবস্থান জানাল সরকার

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২২, ১০:৪৬ পিএম

আসিয়ানভুক্ত দেশের রাষ্ট্রদূতদের বাংলাদেশের অবস্থান জানাল সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে বাংলাদেশিদের হতাহতের ঘটনায় ঢাকার অবস্থান আসিয়ানভুক্ত দেশগুলোর মিশন প্রধান ও রাষ্ট্রদূতদের বাংলাদেশের অবস্থান জানিয়েছে সরকার। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনৈতিক এ ব্রিফিংয়ে আসিয়ানভুক্ত দেশের বাইরে অন্য সব দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনারকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

সীমান্ত উত্তেজনার বিষয়ে আসিয়ানভুক্ত সাত দেশের মিশন প্রধানদের ব্রিফ করেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল খুরশেদ আলম। মিয়ানমারের বাইরে দক্ষিণ-পূর্ব এশিয়ার সাত দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনাররা এতে উপস্থিত ছিলেন।

ব্রিফিং শেষে রিয়ার অ্যাডমিরাল খুরশেদ আলম বলেন, ‍‍`আজকে যারা এসেছিলেন, অন্যান্য রাষ্ট্রদূতগণ তাদেরকেও আমরা একই জিনিস বলেছি যে, আমরা রোহিঙ্গাদের নিয়েছি পাঁচ বছর হয়ে গেল, তারা একটা রোহিঙ্গাও আজ পর্যন্ত ফেরত নেয়নি, আমাদের প্রধানমন্ত্রীও বলেছেন যে, আমরা ধৈর্য্যের সাথে কাজ করতেছি। কিন্তু আমরা এমন কিছু করি নাই, যার জন্য মিয়ানমারের গোলা এসে আমাদের যে জনগণ, যারা আমাদের সীমান্তের ভিতরে আছে, তাদের জানমালের নিরাপত্তা ব্যাহত করবে এবং তারা গরু-বাছুর নিয়ে বাইরে যেতে পারবে না, তাদের ধানক্ষেতে যেতে পারবে না, তাদের ঘরবাড়িতে থাকতে পারবে না, এটাতো চলতে দেওয়া যায় না।  

তিনি আরও বলেন, ‍‍`এই কারণে আমরা তাদের কাছে বলেছি যে, আপনাদের সাহায্য আমরা চাই, যাতে করে মিয়ানমার এ অঞ্চলে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ভবিষ্যতে ফায়দা লুটতে না পারে।‍‍`

তিনি বলেন, ‍‍`আমরা কোনোভাবে চাই না এখানে জড়িত হতে, যাতে করে এখানে জড়িত হলে মিয়ানমার হয়ত সুযোগ পাবে, এই রোহিঙ্গাদের ফেরত না নেওয়ার জন্য অজুহাত পাবে, সেই রকম কোনো অজুহাত আমরা মিয়ানমারকে এই মুহূর্তে দিতে চাচ্ছি না।‍‍`

খুরশেদ আলম বলেন, ‍‍`ইচ্ছাপূর্বক আমাদেরকে এই কনফ্লিক্টে জড়ানোর যে প্রচেষ্টা, সেটা আমরা (ব্রিফিংয়ে) বলছি যে, আমরা এই প্রচেষ্টায় জড়িত হব না। আমরা আপনাদেরকে এটা অবহিত করলাম, আপনারা যে অ্যাকশন নেওয়া মনে করেন, যথাযথ মনে করবেন, সেটা আপনারা নেবেন।‍‍`

জেডআই/

আর্কাইভ