• ঢাকা বৃহস্পতিবার
    ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

এক লাখ টন সার কেনার সিদ্ধান্ত সরকারের

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২২, ০৮:১২ এএম

এক লাখ টন সার কেনার সিদ্ধান্ত সরকারের

নিজস্ব প্রতিবেদক

সংযুক্ত আরব আমিরাত ও কাতার থেকে ৬০ হাজার টন ইউরিয়া সার কিনছে সরকার। একই সঙ্গে সৌদি আরব থেকে ৪০ হাজার টন ডিএপি সার কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য খরচ হবে মোট ৭১৯ কোটি ২৩ লাখ ৬১ হাজার ৯০ টাকা।

বুধবার (১২ অক্টোবর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়ালি বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান ।

তিনি বলেন, ‘শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত থেকে এক লটে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ জন্য খরচ হবে ২০৪ কোটি ৭২ লাখ ৮২ হাজার ৫৪৫ টাকা।’

এছাড়া রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতারের মুনতাজাত থেকে অষ্টম লটে কেনা হচ্ছে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার। এ জন্য ২০৪ কোটি ৭২ লাখ ৮২ হাজার ৫৪৫ টাকা খরচ হবে।

আর কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মাধ্যমে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় সৌদি আরবের মাআদেন থেকে অষ্টম লটে ৪০ হাজার টন ডিএপি সার কেনার সিদ্ধান্ত হয়েছে। ৩০৯ কোটি ৭৭ লাখ ৯৬ হাজার টাকা দিয়ে এই সার কেনা হবে।

এছাড়া সভায় স্থানীয় সরকার বিভাগের অধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় কালিঙ্গা নদীর ওপর ৬১৪ মিটার পিএসসি গার্ডার ব্রিজ নির্মাণের অবশিষ্ট পূর্ত কাজ ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডকে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ জন্য খরচ ধরা হয়েছে ১০৫ কোটি ২৬ লাখ ১ হাজার ২৫ টাকা

এএস

আর্কাইভ