• ঢাকা শনিবার
    ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

কাঁটাতারের বেড়া মানে না দুই বাংলার হৃদয়বন্ধন : তথ্যমন্ত্রী

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২২, ০৬:১১ এএম

কাঁটাতারের বেড়া মানে না দুই বাংলার হৃদয়বন্ধন : তথ্যমন্ত্রী

সিটি নিউজ ডেস্ক

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কাঁটাতারের বেড়া কিংবা ভৌগলিক সীমারেখা বেঁধে দিলেও দুই বাংলার মানুষের হৃদয়ের বন্ধন কেউ আলাদা করতে পারবে না।

শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় কলকাতার রবীন্দ্র সদনে চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ভারতবর্ষ থেকে যারা নেবেল পুরস্কার পেয়েছেন তাদের অধিকাংশই বাঙালি। মেধায় বাঙালিরা বিশ্বের অনেককে পেছনে রেখে এগিয়ে যাচ্ছে। আমাদের সংস্কৃতি বিশ্বের উন্নত সংস্কৃতিগুলোর অন্যতম।

তিনি বলেন, ১৯৫৭ সালে বঙ্গবন্ধুর হাত ধরে বাংলাদেশে চলচ্চিত্র শিল্পের যাত্রা শুরু। আমাদের শিল্প-সংস্কৃতি যেন কাঁটাতারের বেড়ায় আবদ্ধ হয়ে না যায়। শিল্পীদের কোনো ভৌগোলিক সীমারেখা নেই। উত্তম-সুচিত্রা শুধু ভারতের নয়, আমরা মনে করি তারা আমাদেরও।

ভারতের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্যপ্রযুক্তি, ইলেকট্রনিকস ও পর্যটনবিষয়ক মন্ত্রী বাবুল সরকার, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সারওয়ার কমল, কলকাতায় বাংলাদেশ মিশনের উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস, প্রথম সচিব (প্রেস) রঞ্জন সেন প্রমুখ।

 

 

এসএই

আর্কাইভ