• ঢাকা শুক্রবার
    ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জের ফতুল্লায় এসি বিস্ফোরণ : দগ্ধ ৩

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২২, ১২:৩৪ এএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় এসি বিস্ফোরণ : দগ্ধ ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসভবনে এসি বিস্ফোরণেরন ঘটনা ঘটেছে। এতে অনন্ত ৩ জন দগ্ধ হয়েছেন। তাদের আহত অবস্থায় উদ্ধার করে দু‍‍`জনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টটিউটে পাঠানো হয়েছে। সোমবার (৭ নভেম্বর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানা গেছে, কবি ও গায়ক এস এ শামীমের ফতুল্লা চৌধুরী বাড়ির বাসভবনে দুপুর ১টায় এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর দগ্ধ হন এস এ শামীমের ছেলে মাহিন ও তার দুই বন্ধু। তাদেরকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে পাঠানো হলে দায়িত্বরত চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য দুু‍‍`জনে শেখ হাসিনা বার্ন ইনস্টটিউটে পাঠানো হয় ।

এলাকাবাসী জানায়, কবি ও গায়ক এস এ শামীমের বাসভবনের ভেতর তার গানের স্টুডিও। সেখানে গান ও ভিডিও রেকর্ডিংয়ের কাজ চলতো। মার্ক ভিডিও রেকর্ডিং নামের ঐ কক্ষে সোমবার দুপুর ১টার দিকে হঠাৎ এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনজন দগ্ধ হন।

নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহাদাৎ হোসেন জানান, দুইজনেরই শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে। আর একজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এআরআই

আর্কাইভ