• ঢাকা বৃহস্পতিবার
    ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
নয়াপল্টনে সংঘর্ষ

রিজভীসহ কারাগারে ৪৩৫ জন, ২ দিনের রিমান্ডে ১৪ জন

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২২, ০১:৪২ এএম

রিজভীসহ কারাগারে ৪৩৫ জন, ২ দিনের রিমান্ডে ১৪ জন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নয়াপল্টনে সংঘর্ষের ঘটনায় বিএনপির যুগ্ন মহাসচিব রিজভীসহ ৪৩৫ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একইসঙ্গে ১৪ জনের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং বাকিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রিমান্ডে নেয়া বিএনপি নেতাকর্মীরা হলেন— সহ জলবায়ু সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, ঢাকা জেলা বিএনপি সভাপতি খন্দকার আবু আশফাক, বিএনপি নেতা শাহজাহান, এ কে এম আমিনুল ইসলাম, ওয়াকিল আহমেদ, সজীব ভূঁইয়া, সারোয়ার হোসেন শেখ, সাইদুল ইকবাল মাহমুদ, মিজানুর রহমান, আল আমিন, সাইফুল, শুভ ফরাজি, মাহমুদ হাসান রনি।ি

আরও পড়ুন : নয়াপল্টনেই গণসমাবেশ হবে: মির্জা ফখরুল

আরও পড়ুন : সিলেবাস ধরে এগোচ্ছে বিএনপি: পাস ফেল অনিশ্চিত!

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এসব তথ্য জানিয়েছেন।

এর আগে বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন অনেকে। পরে বিএনপি কার্যালয়ে অভিযান চালানো হলে সেখানে অনেক ককটেল পাওয়ার কথা জানায় পুলিশ।

এআরআই

আর্কাইভ