• ঢাকা শুক্রবার
    ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

প্রশ্নফাঁস : বিমানের আরও ১ কর্মকর্তাকে প্রত্যাহার

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৩, ০৩:৩০ এএম

প্রশ্নফাঁস : বিমানের আরও ১ কর্মকর্তাকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সংস্থাটির আরও এক কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

গত ১ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় এ প্রত্যাহার আদেশ জারি করে।

প্রশ্নপত্র ফাঁসের তদন্তে নাম আসায় অভিযুক্ত মেজর তাইজ ইবনে আনোয়ারকে প্রত্যাহার করা হয়। তিনি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র তৈরি কমিটির অন্যতম সদস্য ছিলেন।

এ ছাড়া মেজর তাইজ বিমানের গ্রাউন্ড সার্ভিস ইকুইপমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক এবং নিরাপত্তা বিভাগের উপমহাব্যবস্থাপক ছিলেন।

গত বছরের ২১ অক্টোবর বিকেলে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০টি পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু প্রশ্ন ফাঁসের ঘটনায় তাৎক্ষণিকভাবে তা স্থগিত করা হয়।

এরপর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গত ৭ ডিসেম্বর বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে জাহিদ হোসেনকে অপসারণ করা হয়।

আর্কাইভ