• ঢাকা শুক্রবার
    ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

মেট্রো রেলে জন্ম নেওয়া শিশুর নাম রাখা হলো রাজত্ব

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৩, ০১:৪৬ এএম

মেট্রো রেলে জন্ম নেওয়া শিশুর নাম রাখা হলো রাজত্ব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রথম মেট্রো রেলে আজ জন্ম নিয়েছে এক ফুটফুটে শিশু। মায়ের কোলজুড়ে আসা এই সন্তানের বাবা তার নাম রেখেছেন রাজত্ব। বাবা সুকান্ত সাহা পুলিশে চাকরি করেন। বর্তমানে মহানগরীর দক্ষিণখান থানায় কর্মরত রয়েছেন। সুকান্তের প্রথম সন্তানের নাম রাজবীর। সেখান থেকেই দ্বিতীয় সন্তানের নাম আগেই ঠিক করে রেখেছিলেন রাজত্ব।

এদিকে উত্তরার লনভোগের বাসিন্দা সুকান্ত সাহা সন্ধ্যায় বলেন, রাজত্বের মা এখন সুস্থ আছে। তবে ছেলেকে এনআইসিইউতে (নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র) রাখা হয়েছে। আগামী ১০ ঘণ্টা ডাক্তারের অভজারভেশনে থাকবে। এর আগে আজ বৃহস্পতিবার সকাল ৯টায় পুত্রসন্তান জন্ম দেন সোনিয়া রানি রায়।

তিনি ডাক্তারের কাছে যাওয়ার জন্য মেট্রো রেলে ওঠেন। হঠাৎ প্রসব বেদনা উঠলে ফার্স্ট এইড সেন্টারে সন্তান প্রসব করেন এই নারী। সুকান্ত সাহা বলেন, ‘আমার স্ত্রী সন্তানসম্ভাবনা হওয়ায় নিয়মিতই ডাক্তারের কাছে চেকআপ করাতে হতো। আজ হাসপাতালে ভর্তি করানোর জন্য বাসা থেকে নিয়ে যাচ্ছিলাম। পরে মেট্রো রেলেই প্রসব বেদনা ওঠে।’

এর আগে গত ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পরের দিন থেকে চালু হয় মেট্রো রেলের যাত্রী চলাচল। তখন থেকেই শুধু আগারগাঁও ও উত্তরার দিয়াবাড়ী স্টেশনের মাঝে চলাচল করছে। মাঝের কোনো স্টেশনে থামছে না।

আর্কাইভ