• ঢাকা শুক্রবার
    ০৩ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

আকাশে ঘোরপাক খেয়েছে রাতের বিমান

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৩, ০৭:৪৮ পিএম

আকাশে ঘোরপাক খেয়েছে রাতের বিমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঘন কুয়াশার কারণে ভেঙে পড়েছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট শিডিউল। আনুষ্ঠানিকভাবে ফ্লাইট চলাচল বন্ধ না থাকলেও রানওয়ের দৃশ্যমানতা কম থাকায় সময় মতো ফ্লাইট অবতরণ করতে পারেনি।
এতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের প্রায় ৩০টি ফ্লাইট নির্ধারিত সময়ের ১ থেকে ৩ ঘণ্টা সময় পর ছেড়েছে। বিমানবন্দর সংশ্লিষ্টরা জানান, রাতের ফ্লাইটগুলো নির্ধারিত সময়ে নামার কথা থাকলেও কুয়াশার মাত্রা বেশি থাকায় পাইলটরা রানওয়ে দেখতে পারছিলেন না। ফলে অবতরণের চেষ্টা করেও ব্যর্থ হন। 
এর মধ্যে কাতারের দোহা থেকে আসা বিমানের ঢাকাগামী ফ্লাইট, দুবাইয়ের ফ্লাই দুবাই, ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুবাই, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের জেদ্দা, এয়ার এ্যারাবিয়ার শারজা, সালাম এয়ারের ওমান এবং জাজিরা এয়ারওয়েজের কাতার থেকে ঢাকাগামী ফ্লাইট দীর্ঘক্ষণ আকাশে চক্কর দিয়ে অবতরণ করেছে।
দেরিতে অবতরণ করায় ফ্লাইটগুলো যাত্রী নিয়ে দেরিতে গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছে।
এদিকে ভোর থেকেই ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে রাজধানী ঢাকা। বেলা ১১টার পর দেখা মেলে সূর্যের। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। দিনে ও রাতের তাপমাত্রা  সামান্য বৃদ্ধি পেতে পারে। সকাল ছয়টায় ঢাকায় ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।


আবহাওয়াবিদ ওমর ফারুক গনমাধ্যমকে বলেন, দেশের উপকূলীয় জেলাগুলোর আকাশে মেঘ আবার কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। মেঘ-বৃষ্টি চলে যাওয়ার পর আগামী সোমবার (১৬ জানুয়ারি) থেকে তাপমাত্রা কমে সারা দেশে আরেক দফা শৈত্যপ্রবাহ হতে পারে। ওই শৈত্যপ্রবাহ চার থেকে পাঁচ দিন স্থায়ী হতে পারে।

 

 

এনএমএম/

আর্কাইভ