• ঢাকা শনিবার
    ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

অবৈধ মানি এক্সচেঞ্জ ব্যবসা, রিমান্ডে ৪ জন

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৩, ০১:০৩ এএম

অবৈধ মানি এক্সচেঞ্জ ব্যবসা, রিমান্ডে ৪ জন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অবৈধ মানি এক্সচেঞ্জ ব্যবসায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার চারজনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৮ জানুয়ারি) আদাবর থানায় দায়ের হওয়া মামলায় তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর সুষ্ঠু তদন্তের জন্য তাদের পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম। 

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন—হাসনাত এ চৌধুরী, মো. শামসুল হুদা চৌধুরী রিপন, মো. সুমন মিয়া ও তপন কুমার দাস।
আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক এশারত আলী বিষয়টি জানিয়েছেন। 
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, আদাবর থানার টোকিও স্কয়ার শপিং কমপ্লেক্সের নিচতলায় আলম অ্যান্ড ব্রাদার্স ফাইমা ট্রাভেলস নামক দোকানে কিছু ব্যক্তি হুন্ডি ব্যবসা ও পাচারের জন্য দেশি-বিদেশি মুদ্রা মজুত রেখে অবৈধ মানি এক্সচেঞ্জের ব্যবসা পরিচালনা করছিল। মঙ্গলবার (১৭ জানুয়ারি) এমন গোপন সংবাদের ভিত্তিতে ডলার ক্রেতা সেজে সেখানে উপস্থিত হয় পুলিশ। 

এসময় তাদের কাছ থেকে ২৭ লাখ ৩৩ হাজার ৪২৩ টাকা মূল্যের দেশি-বিদেশি মুদ্রা জব্দ করা হয়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে আদাবর থানায় একটি মামলা দায়ের করা হয়।

আর্কাইভ