• ঢাকা শুক্রবার
    ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

গুলিস্তানে ভবনে বিস্ফোরণ, নিহত বেড়ে ১৬, আহত শতাধিক

প্রকাশিত: মার্চ ৭, ২০২৩, ১১:৪৫ পিএম

গুলিস্তানে ভবনে বিস্ফোরণ, নিহত বেড়ে ১৬, আহত শতাধিক

উদ্ধার কাজে অংশ নিয়েছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গুলিস্তানে বিআরটিসি বাসস্ট্যান্ডের পাশে বিস্ফোরণের ঘটনায় বাড়ছে লাশের সংখ্যা। এ দুঘর্টানায় এখন পর্যন্ত অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। 
এছাড়া আহত হয়েছেন শতাধিক। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।


মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটে এ বিস্ফোরণ ঘটে বলে ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার জানিয়েছেন। তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
হতাহতের বিষয়ে জানতে চাইলে শাহজাহান শিকদার জানান, হতাহতের বিষয় এখনই বলা যাচ্ছে না। আমরা কাজ করছি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, গুলিস্তানের বিস্ফোরণের ঘটনায় ১৬ জন মারা গেছেন। এছাড়া শতাধিকের বেশি আহত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আরিয়ানএস/
 

আর্কাইভ