• ঢাকা শুক্রবার
    ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

সিদ্দিকবাজারে ভবনের ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলছে, হতাহতদের খুঁজছে ফায়ার সার্ভিস

প্রকাশিত: মার্চ ৮, ২০২৩, ০২:০৩ এএম

সিদ্দিকবাজারে ভবনের ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলছে, হতাহতদের খুঁজছে ফায়ার সার্ভিস

ধ্বংসস্তূপের ভেতর উদ্ধার কাজ চালাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৭০ জন আহত হয়েছেন। এখন ক্ষতিগ্রস্ত ভবন থেকে হতাহতদের খুঁজছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
দুর্ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক দিনমনি শর্মা সন্ধ্যা পৌণে সাতটার দিকে বলেন, ‘আমরা একের পর এক আক্রান্ত ব্যক্তিকে খুঁজে পাচ্ছি। এখন আমাদের মূল কাজ হচ্ছে হতাহতদের উদ্ধার করা।’  


আজ মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে পাশাপাশি দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। একটি ভবন সাততলা এবং আরেকটি ভবন পাঁচতলা। এর মধ্যে সাততলা ভবনের বেসমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়েছে। আর পাঁচতলা ভবনের নিচতলাও বিধ্বস্ত হয়েছে। এই ভবনের দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত ব্র্যাক ব্যাংকের কার্যালয়। সেখানে উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।


আরিয়ানএস/

আর্কাইভ