• ঢাকা বুধবার
    ০৮ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
বঙ্গবাজারের আগুন নিয়ে

দোকান মালিক সমিতির সভাপতি যা জানালেন

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৩, ০১:১৯ এএম

দোকান মালিক সমিতির সভাপতি যা জানালেন

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বঙ্গবাজারের আগুনের ঘটনায় আনুমানিক দেড় হাজার কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে জানান বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে এ কথা জানান তিনি।

দোকান মালিক সমিতির সভাপতি জানান, বঙ্গবাজারে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। ছাই ছাড়া অবশিষ্ট কিছু সেখানে পাওয়া যাবে না।
 

তিনি বলেন, আগুনে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার দোকান পুড়ে ছাই হয়ে গেছে।


হেলাল উদ্দিন প্রধানমন্ত্রীর কাছে থোক বরাদ্দের অনুরোধ জানান। তা না হলে ব্যবসায়ীরা ঘুরে দাঁড়াতে পারবেন না বলে উল্লেখ করেন তিনি। ব্যবসায়ীরা যেসব দোকানে ব্যবসা করতেন সেই দোকান যাতে তারা ফিরে পান সেই অনুরোধও করেন হেলাল উদ্দিন।

এর আগে মঙ্গলবার ভোর ৬টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবাজার মার্কেটে আগুন লাগার খবর পাওয়া যায়। 


জানা গেছে, সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ভোর সোয়া ৬টার দিকে। একে একে ৫০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। উদ্ধারকাজ ও আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় সেনা, নৌ ও বিমানবাহিনীর দলও। সবার চেষ্টায় বঙ্গবাজারে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আসে সাড়ে ৬ ঘণ্টা পর। 

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ