
প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৩, ০২:২৬ এএম
রাজধানীর ডেমরায় নির্মাণাধীন নয়তলা ভবন থেকে পড়ে মো শাহিন মিয়া (২৩) নামে এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন।
সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যার দিকে ডেমরার মাতুয়াইল মিন্টু চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা পর। সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সন্ধ্যা ৭টার সময় তাকে মৃত ঘোষণা করেন।
শাহিনের সঙ্গে একই ভবনে কাজ করা মো. হোসেন ঢাকা পোস্টকে জানান, মাতুয়াইল বাদশামিয়া রোডের মিন্টু চত্বর এলাকায় একটি নির্মাণাধীন ১০ তলা ভবনের নয়তলায় কাজ করছিলেন শাহিন। কাজ করার সময় অসাবধানতাবশত নয়তলা থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি ডেমরা থানাকে জানিয়েছি।
এডিএস/
![]() | ![]() ![]() | ![]() | ||
![]() | ![]() | ![]() | ||
![]() ![]() | ![]() ![]() | |||
![]() |
| ![]() |