• ঢাকা বৃহস্পতিবার
    ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

নুরুল ইসলামের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক প্রকাশ

প্রকাশিত: মে ১০, ২০২৩, ০৯:৩৭ পিএম

নুরুল ইসলামের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রখ্যাত অর্থনীতিবিদ ও বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান অধ্যাপক নুরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার (১০ মে) এক শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী মরহুম নুরুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মুহম্মদ মোহসিন রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।

শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রথিতযশা ও দূরদর্শী অর্থনীতিবিদ অধ্যাপক নুরুল ইসলাম বাংলাদেশের জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। যুক্তরাষ্ট্রে থেকেও মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্বজনমত গঠনে তার অসাধারণ ভূমিকা ছিল।’


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অর্থনীতিবিদ নুরুল ইসলামের মেধার মূল্যায়ন করেছেন। তিনি তাকে বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান নিযুক্ত করেছিলেন। অধ্যাপক নুরুল ইসলামের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলেও শোকবার্তায় উল্লেখ করেন আব্দুল মোমেন।


এডিএস/

আর্কাইভ