• ঢাকা রবিবার
    ০৫ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

চবিতে ছাত্রলীগের সংঘর্ষ: মধ্যরাতে দুই হলে তল্লাশি

প্রকাশিত: জুন ২, ২০২৩, ০৫:৫০ পিএম

চবিতে ছাত্রলীগের সংঘর্ষ: মধ্যরাতে দুই হলে তল্লাশি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় মধ্যরাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই হলে তল্লাশি চালানো হয়েছে। এ সময় বেশ কয়েকটি লাঠি, লোহার রড, স্ট্যাম্প ও হকিস্টিক উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১ জুন) রাত ১২টা থেকে শাহজালাল হল এবং শাহ আমানত হলে ঘণ্টাব্যাপী চলা এ অভিযানে প্রক্টরিয়াল বডি ছাড়াও হল প্রশাসন ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আমরা রাতে তল্লাশি চালিয়েছি। কিছু হকিস্টিক, ক্রিকেট স্টাম্প, রড, কয়েকটি রামদা, পাথর উদ্ধার করা হয়েছে। আমরা কাউকে আটক করতে পারেনি।’

তিনি আরও বলেন, ‘দফায় দফায় সংঘর্ষের ঘটনায় দুটো তদন্ত কমিটি করা হয়েছে। আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।’

গত বুধবার রাতে ও বৃহস্পতিবার দুপুরে সংঘর্ষ হয় চবি শাখা ছাত্রলীগের উপগ্রুপ সিক্সটি নাইন ও সিএফসি গ্রুপের মধ্যে। দুই দফা সংঘর্ষে কমপক্ষে ২৩ জন আহত হন। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রলীগ কর্মী জানান, খাবার টেবিলে বসাকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত।


এডিএস/

আর্কাইভ