 
              প্রকাশিত: মার্চ ২৮, ২০২৫, ০২:৪২ পিএম
 
                 
                            
              ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহত ব্যক্তিদের ৯৬ কোটি ৬৭ লাখ টাকা বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
শুক্রবার (২৮ মার্চ) সকালে শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, এর মধ্যে ৭৪৫ জন নিহতের পরিবারের মাঝে ৩৭ কোটি ২৫ লাখ টাকা ও ৫৫৯৬ জন আহত ব্যক্তির মাঝে ৫৯ কোটি ৪১ লাখ টাকা বিতরণ করা হয়েছে। তবে এখনও অনেকে ভুয়া এমআইএস করে আহত ও নিহতের পরিবারের প্রাপ্য টাকা হাতিয়ে নিচ্ছে।
প্রতিষ্ঠানটির অন্য সদস্যরা জানান, আহত না হয়েও অনেকে আহত সাজার চেষ্টা করছে। অনেক ভুয়া আহত রয়েছেন। ফলে সঠিক ব্যাক্তিদের কাছে সহযোগিতা পৌঁছাতে অনেকটা বিলম্ব হচ্ছে।
তারা আরও বলেন, ‘আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ’ নামে নতুন কর্মসূচি গ্রহণ করার হয়েছে। এর মাধ্যমে দেশের বিভিন্নপ্রান্তে আহতদের কাছে গিয়ে গিয়ে অনুদান পৌঁছানো হবে। এ সময় নিহতদের পরিবার ও আহতদের সহযোগিতা করতে ফান্ড কালেকশনের কথাও বলেন তারা।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      