• ঢাকা বুধবার
    ২৯ অক্টোবর, ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

নির্বাচনী প্রস্তুতি সংক্রান্ত উচ্চপর্যায়ের বৈঠক হলো যমুনায়

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫, ০৪:৫৭ পিএম

নির্বাচনী প্রস্তুতি সংক্রান্ত উচ্চপর্যায়ের বৈঠক হলো যমুনায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হয়েছে।

বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সার্বিক খোঁজখবর নেন প্রধান উপদেষ্টা। নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ কমিশনের পক্ষ থেকে অগ্রগতি অবহিত করেন।

আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৈঠকে উপস্থিতি ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, আইজিপি বাহারুল আলম, র‍্যাব মহাপরিচালক একেএম শহিদুর রহমান, কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ