প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ১২:৪০ পিএম
ভোটাররা যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেটা নিশ্চিত করা ইসির দায়িত্ব। ভোট দিতে আসার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন।
সোমবার (১৫ ডিসেম্বর) সকালে, রাজধানীর গুলশানে ইয়ুথ ভোটার অনুষ্ঠান উদ্বোধনের পর এসব কথা বলেন সিইসি। তিনি বলেন,ইসির একার পক্ষে সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন সম্ভব নয়। এক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, প্রথমবারের মত একইদিনে গনভোট, পোস্টাল ব্যালট ভোটের অন্তর্ভুক্ত করা হয়েছে। এবারের নির্বাচন একটি ঐতিহাসিক নির্বাচন। ভোটের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন ঠিক থাকে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান সিইসি।
ওসমান হাদির ঘটনাকে আমরা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছেন বলেও জানান সিইসি। বলেন, নির্বাচন আসলে এ ধরনের ঘটনা আগেও ঘটেছে। নির্বাচন ৫ আগস্টের পর অনেক উন্নতি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি।
তিনি আরও বলেন, ভোটের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন ঠিক থাকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে।